কক্সবাজার প্রতিনিধি
খুন,নারী-নির্যাতন,মারামারি, মাদক মামলা সহ একাধিক মামলার আসামীকে ইয়াবা ও নগদ টাকা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার সকাল সাড়ে ৬. টার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে রামু থানাধীন কলঘর বাজার এলাকায় জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশ এর একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক বিচারাধীন মামলার আসামী জসিম উদ্দিন (৩৮) কে আটক করা হয়।এসময় আটক জসিমের বসতঘর থেকে ৫ হাজার ৪ শত ৬০ পিস ইয়াবা ও ৫ লক্ষ ৬৬ হাজার ৬ শত নগদ টাকা জব্দ করা হয়ছে। আটককৃত মাদক ব্যবসায়ী রামু’র দক্ষিন চাকমারকুল,১ নং ওয়ার্ড, আলী হোসেন সিকদার পাড়ার মৃত কবির আহাম্মদের পুত্র। বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগত ব্যবস্হা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।
Add A Comment