কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ডাকাতি করতে গিয়ে একই দলের ডাকাত সদস্যের গুলিতে এক ডাকাত নিহত।এঘটনায় ডাকাতের হাতে পরিবারের ৫ সদস্য আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ই আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টার সময় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং নাম্বার ওয়াডের চা-বাগান লাটি মৌলভীর টেক এলাকার মৃত ফকির আহাম্মদের ছেলে জসিম উদ্দিনের বাড়িতে।এই সময় ডাকাতেরা পরিবারের কর্তা জসিম উদ্দিন ও ছেলে নুরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম, শহিদুল্লাহ, স্ত্রী হাসিনা আক্তারকে রশি দিয়ে বেঁধে বিভিন্ন দেশীয় তৈরী অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করে। স্হানীয়রা খবর পেয়ে ঘটনা স্থলে আসলে ডাকাতেরা অবস্থা বেগতিক দেখে গুলি ছুড়ে, ডাকাতের ছুড়া গুলিতে অপর এক ডাকাত সদস্যের মৃত্যু হয়, নিহত ডাকাত সদস্যের নাম সালমান হোসাইন (২৩)।
খবর পেয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ারুল হোসাইন নেতৃত্বে ওসি তদন্ত অরুপ চৌধুরী, এস আই আমিরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে, এবং ঘটনাস্থল থেকে সালমান হোসাইন নামে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাকত সালমান হোসাইন রশিদ নগর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পাহাড়তলী এলাকার আব্দু ছবিরের ছেলে। আহত জসিম উদ্দিনের পুত্রবধূ তসলিমা আক্তার জানান, আমরা প্রতিদিনের মত পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি, রাত অনুমানিক সাড়ে ১২ টার দিকে আমাদের বাড়ির পিছনের দরজা ভেঙে ৮জন ডাকাত সদস্য বাড়িতে প্রবেশ করে আমার শাশুড় জসিম উদ্দিনসহ পরিবারের ৫ সদস্যকে রশি দিয়ে বেঁধে মারধর করে এবং চুরি ও অস্ত্র দিয়ে আঘাত করে।
বাহিরে আরও ডাকাত সদস্য ছিল,এলাকার লোকজন ও থানা থেকে দ্রæত পুলিশ আসার কারনে ডাকাতেরা আমাদের বাড়ির থেকে কিছু নিতে পারেনি,শুধু২ টি মোবাইল নিয়ে গেছে,তারা যাওয়ার সময় বলে গেছে আমরা ডাকাতি করার জন্য আসি নাই, তোমাদের কে খুন করার জন্য এসেছি। এঘটনায় জসিম উদ্দিনের মেয়ের জামাই রশিদ নগর কাহাতিয়া পাড়া এলাকার জয়নাল আবেদীন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান জসিম উদ্দিনের মেয়ে জুলেখা বেগমের সাথে রশিদ নগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া এলাকার জয়নাল আবেদীন এর সাথে তিন বছর আগে বিবাহ হয়েছিল।
তাদের ঘরে এক সন্তান রয়েছে, বিবাহ হওয়ার পর থেকে জয়নাল আবেদীনের সাথে জুলেখার পরিবারের সাথে ঘটনা চলছে। জুলেখা বিবাহের ৬ মাস পর্যন্ত স্বামী জয়নাল আবদীনের বাড়িতে সংসার করছিল,পরে স্বামী -স্ত্রীর মাঝে ঝগড়া হওয়ার পর জুলেখা ২ বছর ৬ মাস পর্যন্ত চা বাগান লাটি মৌলভীর টেক এলাকায় পিতা জসিম উদ্দিনের বাড়িতে বসবাস করছে। আমাদের ধারণা জয়নাল আবদীন এ ঘটনা ঘটাতে পারে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান,এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।