কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ১৫। গতকাল শনিবার দুপুর পৌনে ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী ময়নারঘোনা ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প বøক-বি,৪ এর মোহাম্মদের ছেলে জামাল হোসেন (২৮) ও মোহাম্মদ ইসমাঈলের ছেলে আবু আলম (২৩)। আাব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পালংখালী ইউনিয়ন পরিষদের ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থী জামাল হোসেন এবং আবু আলম দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছেন। বর্তমানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তার ঘরে মজুদ আছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে ওই স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জামাল হোসেন ও আবু আলম পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়। পরে তাদের বসতঘরের ভেতর থেকে বস্তার মোড়ানো ৯০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।