কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ভ‚মি অধিগ্রহণ (এলএ) শাখার ৯ জন সার্ভেয়ারকে একযোগে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ। পাশাপাশি মন্ত্রণালয়ের আদেশে একই সঙ্গে নতুন ৯ জন সার্ভেয়ারকে কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় সংযুক্ত করা হয়েছে। সূত্র জানিয়েছে, কক্সবাজার এলএ শাখা থেকে এখনও নিমূল করা সম্ভব হয়নি দুর্নীতির ভ‚ত। ভ‚মি অধিগ্রহণের টাকা তুলতে গেলেই সাধারণ মানুষকে পদে পদে হয়রানির শিকার হতে হয়। এর মূল কারিগর হিসেবে কাজ করে থাকে সার্ভেয়াররা। বর্তমান সময়েও এলএ শাখা থেকে দুর্নীতির ভ‚ত তাড়ানো সম্ভব হয়নি। গেল ১ জুলাই যার প্রমাণ মেললো। এদিকে, ১ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কক্সবাজার এলএ শাখার সার্ভেয়ার আতিকুর রহমান ২৩ লাখ নগদ টাকাসহ ধরা পড়ার পর মন্ত্রণালয় একসাথে ৯ সার্ভেয়ারকে বদলির আদেশ দেয়। সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় আদালত ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, ৩ লাখ কোটি টাকা ব্যয়ে ৭৫টি মেগাপ্রকল্পসহ কয়েকটি প্রকল্পের জন্য প্রায় ২০ হাজার একর জমি অধিগ্রহণ করছে সরকার। ইতোমধ্যে বেশ কিছু জমির অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে জরিপের কাজ করেন সার্ভেয়ারা। ফলে গোঁড়া থেকেই শুরু হয় ব্যাপক দুর্নীতি। ইতঃপূর্বে ২০২০ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রæয়ারি প্রায় কোটি টাকাসহ সার্ভেয়ার ওয়াসিম ও ফেরদৌসকে আটক করে র্যাব। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় মহেশখালীর কয়লা বিদ্যুত প্রকল্প ও রেলের ভ‚মি অধিগ্রহণে কোটি কোটি টাকার চেক জালিয়াতি ও ঘুষ লেনদেনে জড়িত ছিলো।