মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের সাবেক স্ত্রী শামসুন বেগম এর বাড়ির পাশের ফসলি জমি থেকে ফরজান খান (৬৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল ২৭ সেপ্টেম্বর দুপুরে । নিহত ফরজান খান কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মৃত রাসিদ খানের ছেলে। তিনি বর্তমানে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের সনগাঁও গ্রামে বসবাবস করতেন বলে সুত্রে জানা গেছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় স‚ত্রে জানা যায়- প্রায় ৩০ বছর আগে স্বামী ফরজান খান ছোট তিনটি বাচ্চাসহ স্ত্রীকে শ্বশুর বাড়ি টিলাগড়ে পাঠিয়ে দেন। মাঝে মধ্যে সন্তানদের দেখতে আসতেন। নিহতের সাবেক স্ত্রী শামসুন বেগম ও বড় ছেলে সোহেল খান বলেন- তিনি কীভাবে মারা গেলেন তারা কিছুই জানেন না। তিনি আমাদের বাড়িতেও আসেননি। সকালে ঘুম থেকে উঠে মানুষের চিৎকার শুনে দেখতে পাই তার লাশ। নিহতের ছোট বোন ইয়ারুন বেগমের দাবি, তার ভাইয়ের ছেলেরা ভাইকে মেরেছে। তিনি বিচার চান। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন- লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।