অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি।
এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না সাকিব।মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক মনজুর বলেন, সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজেটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন।
সবশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর পারিবারিক কারণে ছুটি নেওয়ায় ছিলেন না নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের চার টেস্টে।