অনলাইন ডেস্ক:
নির্বাচনী প্রচার সেরে ফিরতেই কোভিডে আক্রান্ত হলেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে এ কথা তিনি নিজেই জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস-এর খবর, আপাতত তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
টুইটে কেজরিওয়াল লেখেন, ‘আমার কোভিড রেজাল্ট পজিটিভ। তবে উপসর্গ হালকা। বাড়িতে নিজেকে আইসোলেশন করেছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে নিজেকে আইসোলেট করুন এবং করোনা পরীক্ষা করান।’
সোমবারই নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে গত বছর এপ্রিল মাসে মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতাও করোনা আক্রান্ত হয়েছিলেন। সে সময়ও নিজেকে আইসোলেট করেছিলেন অরবিন্দ। যদিও সেবার তিনি করোনা আক্রান্ত হননি।
ভারতজুড়ে করোনার সংক্রমণ ফের ভয়াবহ আকার ধারণ করছে। তার মধ্যে দিল্লিতে করোনার প্রকোপটা বেশি। গত একদিনে দিল্লিতে ৪ হাজার ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৪৬ শতাংশ। দিল্লিতে করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল একজনের মৃত্যু হয়েছে।
বিশ্বের অনেক দেশের মতো ভারতেও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগ ছড়িয়েছে। তার মধ্যে দিল্লিতে ভ্যারিয়েন্টটি বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দিল্লিরও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও কথাতেও এমন তথ্য উঠে এসেছে। সত্যেন্দ্র জৈন জানান, কোভিড আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা গেছে, ৮৪ শতাংশই ওমিক্রন আক্রান্ত।
পাশাপাশি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এও দাবি করেন, দিল্লিতে সরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে চিকিৎসা কর্মীদের কোনো অভাব নেই। তাই রাজধানীতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়লেও আতঙ্কের কারণ আপাতত নেই।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন।