অনলাইন ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জন। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ১২৬ জনের শরীরে।
মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন।বৃহস্পতিবার বিকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করে ৪৫ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২২.৪৬।উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।