কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্ম সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অনুষ্ঠিত হলো বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের একটি সভা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্যজীবী নেটওয়ার্কেও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, এবং মৎস্যজীবী নেটওয়ার্কের সভাপতি রুহুল আমিন। সভায় কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু সহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও অগ্রগতি উপস্থাপন করেন উত্তরণ-এর ফিশনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ রেজওয়ানুল হক চৌধুরী। তিনি বলেন, ফিশনেট প্রকল্পের মাধ্যমে ভূমিহীন জেলেদের খাস জমি বরাদ্দ, জেলে কার্ড প্রদান, সমবায় গঠন, জলমহাল ইজারা, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, এবং ড্রপ-আউট শিক্ষার্থীদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ