আক্তারুল ইসলাম:
সাতক্ষীরা জেলার করারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের গ্রামীণ জনপদে টিআর, কাবিখা-কাবিটা, এইচবিবি করণ ও সেতু/কালভার্ট কর্মসূচির অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের সুফল পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামগুলোতে। অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন কাজে গ্রামীণ জনপদে লেগেছে আধুনিকতার ছোঁয়া। আর এই উন্নয়নের ধারাবাহিকতা সততা ও দক্ষতার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত¡াবধানে সরকারের বিশেষ উদ্যোগ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীগণ।
উন্নত বাংলাদেশ বিনির্মাণে তাঁরা সবাই সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাদের দক্ষ নেতৃত্বে ও সহযোগিতায় ও পরামর্শে প্রকল্প গ্রহণের মাধ্যমে গ্রামীণ জনপদে লেগেছে উন্নয়নের ছোঁয়া।
২০২৪-২৫ অর্থ বছরের সরকারী বরাদ্দকৃত টিআর-কাবিখা-কাবিটা প্রকল্পগুলোর আওতায় উপজেলার কয়লা ইউনিয়নে বিভিন্ন স্থাপনা নির্মাণ, পুননির্মাণ ও সংস্কার কাজের মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ-মন্দির, কবরস্থান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দিনদিন উন্নত হচ্ছে প্রতিষ্ঠানসহ গ্রামীণ রাস্তাগুলো- ফলে হয়ে উঠেছে চলাচলের উপযোগী। এসব উন্নয়নের ছোঁয়ায় একদিকে গ্রামীণ জনপদ সাজছে নতুন রূপে এবং অন্যদিকে তার সুফল পাচ্ছেন এলাকাবাসী।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, প্রতিটি এলাকায় নিজে গিয়ে শতভাগ কাজ বুঝে নিয়ে তারপর বিল দেওয়া হয়েছে। কাজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ এলাকাবাসীর কোন অভিযোগ নেই।