নিজস্ব প্রতিবেদক:
একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ’। এ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী কাজলা হামিদ কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা অপরিহার্য।
তারা কুরআন ও সুন্নাহর আলোকে একটি ন্যায়পরায়ণ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন, যেখানে ধনী-গরীব নির্বিশেষে সকলের মৌলিক অধিকার নিশ্চিত হবে।বক্তাগণ ‘কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ’-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর লক্ষ্য অর্জনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।