কসবা, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাঠেরপুল খাদ্যগুদামে অবৈধভাবে অন্য জেলা থেকে ধান সংগ্রহ করার সময় গত শনিবার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ২৩০ বস্তা ধান ও একটি ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। এ সময় পুলিশ কুটি কাঠেরপুল খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ও ট্রাকচালক সৈকতকে (২২) আটক করে। এ ঘটনায় কুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জ্বল মিয়া বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। উপজেলা প্রশাসন, পুলিশ, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ১ হাজার ৮৫৩ মেট্রিক টন ধান সংগ্রহ করার কথা রয়েছে। ধান সংগ্রহের নিয়ম অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে লটারির মাধ্যমে কৃষকের তালিকা তৈরি করা হয়। ওই কৃষকদের কাছ থেকে এ বছর ১ হাজার ৮০ টাকা মণ দরে ধান ক্রয় করবে সরকার। কসবার কুটি কাঠেরপুল খাদ্যগুদামের ওসি মো. দেলোয়ার হোসেন কিছু অসাধু ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ করে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ না করে কিশোরগঞ্জের ভৈরব থেকে ধান কিনেছেন। শনিবার দুপুরে কুটি কাঠেরপুল খাদ্যগুদামে একটি ট্রাক দিয়ে ২৩০ বস্তা ধান নিয়ে এলে শ্রমিকেরা খাদ্যগুদামে ৭৫ বস্তা ধান তুলে দেন। এ সময় স্থানীয় লোকজনের কাছে ঘটনাটি ধরা পড়ে। খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। তিনি ট্রাকটিতে থাকা আরও ১৫৫ বস্তা ধানসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ খাদ্যগুদামের ওসি মো. দেলোয়ার হোসেন ও ট্রাকচালক আশুগঞ্জের চরচারতলা এলাকার সৈকত মিয়াকে আটক করে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, লটারির মাধ্যমে নির্ধারণ করা কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করতে হবে। এক উপজেলা থেকে অন্য উপজেলার ধান সংগ্রহ করা যাবে না। আইনের ব্যত্যয় ঘটিয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি ট্রাকে করে ২৩০ বস্তা ধান কসবার কাঠেরপুল খাদ্যগুদামে সংগ্রহ করার সময় লোকজন ট্রাকটি আটক করেন। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় খাদ্যগুদামের ওসি ও ট্রাকচালককে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, অবৈধভাবে ধান সংগ্রহ করায় খাদ্যগুদামের ওসি,চালকসহ কয়েকজনকে আসামি করে কুটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল মিয়া বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল
- সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- মাগুরায় জুয়া খেলায় আটক ৭
- আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ