কাঁচপুরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় পাইপ লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৭

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বানিজ্যিক গ্যাস লাইন থেকে অবৈধভাবে আবাসিক গ্যাস লাইনের সংযোগ নেওয়ার সময় পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, জয় (২০),  সুলতান(২৩), মিজান (৩৫),জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮),মোঃ শাহজালাল (৪৫) ও রাজু (২৪)।

স্থানীয়রা জানান, সোনাপুর শাপলা স্টোডিও গলি থেকে লাভলী রোড এলাকার জন্য অবৈধভাবে আবাসিক সংযোগ নেয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণে তারা দগ্ধ হয়। দগ্ধদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোনাপুর এলাকার হানিফ মিয়া বলেন, যারা কাজ করেছে তারা তিতাস কর্তৃপক্ষকে জানিয়ে কাজ করেছেন বলে জানান ।এলাকার একটি চক্র জড়িত রয়েছে। এজন্য প্রতিটি আবাসিক লাইনের জন্য ৫ হাজার ১০ হাজার টাকা নিয়েছেন চক্রটি।স্থানীয় আমজাদ হোসেন, শাহীন ও আমেনা আক্তার জানান, আমরা প্রতিটি লাইনের জন্য ৫ হাজার টাকা করে দিয়েছি।

এদিকে বার্ন ইউনিটের সূত্র জানিয়েছে, দগ্ধ পাঁচ জনকে ভর্তি করা হয়েছে এবং ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।

কাচঁপুর মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি তাই আমরা ফিরে এসেছি।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, অবৈধভাবে গ্যাস   সংযোগ নেওয়ার সময় পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা শুনেছি, ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে ।সত্যতা পেলে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।’

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *