খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরের কাউখালীতে হিসাব রক্ষণ অফিসে জনবল সংকট থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা। কাউখালী উপজেলা হিসাব রক্ষণ অফিসে ৭ টি পদের ভিতর ৫টি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে ফলে অফিসের দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটছে। ২০২২ সালের ১৭ জুলাই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অন্যত্র বদলি হয় যাওয়ার পর আজ পর্যন্ত কাউখালীতে কোন হিসাব রক্ষণ কর্মকর্তা যোগদান করেনি।
বর্তমানে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মোঃ নাজমুল হাসান। তিনি জেলার নাজিরপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা। তিনি বর্তমানে জেলার ইন্দুরকানী ও কাউখালী উপজেলার অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। উপজেলা হিসাব রক্ষণ অফিসের শূন্য পদ গুলির মধ্যে রয়েছে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, সুপারেন্ট, অডিটর, কম্পিউটার অপারেটর ও এম এল এস এস। বিভিন্ন অফিসের অফিস সহকারীরা জানান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়মিত না থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন, বিল ভাউচার ও বেতন নির্ধারণ কাজে বিঘ্ন ঘটে।
অতিরিক্ত উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বলেন, জনবল সংকট থাকার কারণে দাপ্তরিক কাজে কিছুটা বিঘ্ন ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা একটি গুরুত্বপূর্ণ পদ। সার্বক্ষণিক কর্মকর্তারা না থাকলে দাপ্তরিক কাজে কিছুটা বিঘ্ন ঘটে। বিষয়টি আমি সমন্বয় সভায় উপস্থাপন করেছি।