ময়মনসিংহ প্রতিনিধি:
বিদ্রোহীর শতবর্ষ’প্রতিপাদ্যকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আজ বুধবার (২৫ মে ২০২২) ময়মনসিংহ জেলা ত্রিশাল দরিরামপুর দরিরামপুর, ময়মমসিংহে জেলা প্রশাসন, এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী খান খসরু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবিহা পারভীন, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), পুলিশ সুপার,ময়মনসিংহ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রশাসক, জেলা পরিষদ, ময়মনসিংহ, আনিছুর রহমান মেয়র ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ, আলহাজ্ব আব্দুল মতিন সরকার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ত্রিশাল, প্রফেসর ড. এ.কে.এম শামসুদ্দিন চৌধুরী, বাংলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মো: আকতারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবন্দ, নজরুল অনুরাগী ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।