শাওন মিয়াজী, স্টাফ রিপোর্টার
তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তাবায়নের লক্ষ্যে কাঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টার সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় সভাটি অনুষ্ঠিত হয়।
আশিফুর রহমান সবুজের সভাপতিত্বে, মারুফ বিল্লাহ ও শাওন মিয়াজীর সঞ্চালনায়, আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, জালালুর রহমান আকন ভারপ্রাপ্ত সভাপতি কাঠালিয়া উপজেলা বিএনপি, প্রধান বক্তা আজাদুর রহমান আজাদ আহবায়ক ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি, হেদায়েতুল ইসলাম সোহেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দল, যুগ্ম আহ্বায়ক হান্নান হাওলাদার, শহিদুল্লাহ শহিদ, শাহিন হোসেন, মামুন খান, কাইয়ুম তালুকদার, সাইদুল ইসলাম, শামিম মৃধা, রাকিবুল ইসলাম সাকি, রাজু আহমেদ, হাছিব ভূট্টো সহ উপজেলা ও ৬ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জালালুর রহমান আকন বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে মুক্তির সনদ। এই কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান বক্তা আজাদুর রহমান আজাদ কাঁঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিগত সময়ে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা জেল খেটেছেন, যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, তাদের মতো পরীক্ষিত সৈনিকদের নিয়ে কাঁঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বকে ঢেলে সাজানো হবে।”
বিশেষ অতিথি হেদায়েতুল্লাহ ইসলাম সোহেল বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা প্রস্তাব।স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছেন, তা হলো রাষ্ট্রীয় ন্যূনতম সংস্কার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এই সংকট থেকে উত্তরণে জনগণের ভোটই একমাত্র পথ।
তিনি আরো বলেন দীর্ঘ ১৭ বছর হামলা মামলা শিকার হয়েছি, আওয়ামী ও পুলিশ সহ বিভিন্ন বাধার কারণে ১ ঘন্টার প্রোগ্রাম ৫ মিনিটে শেষ করতে হয়েছিল আমাদের, আমরা রাজপথের কর্মী ৫ তারিখের আগে অনেক নেতাকে দেখি নাই , বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই ছাড়া রাজাপুর কাঁঠালিয়ায় যাদেরকে এখন দেখছি তারা হলো ভুঁইফোর ৫ তারিখের পরে নেতা।