অনলাইন ডেস্ক: বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতে শুক্রবার, ২৮ মে বিকেলে কাতারের রাজধানী দোহায় পা রেখেছে বাংলাদেশ ফুটবল দল।
এখন জামাল ভূঁইয়াদের করোনা টেস্ট হবে। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলেই মাঠের অনুশীলনে নামার সুযোগ পাবেন দেশের ফুটবলাররা।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের এখনো তিনটি ম্যাচ বাকি। ৩, ৭ ও ১৫ জুন মাঠের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত এবং ওমান।