কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান বাজারে গতকাল সোমবার সকালে একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে ওই মার্কেটের ১৫টি দোকানঘর ও দোকানের মালামাল। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান বাজারে সোমবার সকালে রাজু সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে ওই মার্কেটের একটি সেলুনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ওই মার্কেটের অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই মার্কেটের মুদি দোকান, মনোহারী, ফার্মেসি, ডেকোরেটর ও লাইব্রেরীসহ ১৫টি দোকানঘর ও দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক র্শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।