কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আনম ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম।এসময় আরও উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল জলিল মন্ডল,দপ্তর সম্পাদক মেহেরুল ইসলাম বকসী মুরাদ,ছাত্র বিষয়ক সম্পাদক আফছার উদ্দিন বাবুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সামসুজ্জামান শিপলু বকসী, জেলা যুবদলের সহ সভাপতি সাব্বির আহমেদ কছিম, জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভ‚ইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগন। পরে দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
Related Posts
Add A Comment