মহসিন উজ্জামান দুর্জয়,কালিয়াকৈর গাজীপুরঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বুধবার সকাল দশটার সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ ফ্যাক্টরীতে চাকুরীজীবি অনিক হোসেনের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।অনিক হোসেনের বাড়ী কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামে।অনিক হোসেনের বাবা আব্দুর রউফ একজন রেষ্টুরেন্ট ব্যবসায়ী।তিনি জানান পূর্ব শত্রুতার জের ধরে অনিককে আফাজ উদ্দিন স্কুল রোডের পাশে ডেকে এনে পরিকল্পিতভাবে সন্ত্রাসী অপু,শাকিল,হৃদয়সহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন মিলে এলোপাথারী ধারালো ছুড়ি দিয়ে কুপ,লোহার রড দিয়ে আঘাত করতে থাকে।আঘাতের এক পর্যায়ে অনিক জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্বাস্হ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় অনিক ব্যাথায় কাতরাচ্ছে।কর্তব্যরত ডাক্তার বলেন অনিকের পায়ের একটি হাড় ভেঙ্গে গেছে,হাতের কুপের অংশে বেশ কিছু সেলাই লেগেছে,কনুইয়ের অবস্হাও বেশ খারাপ।আরও উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে রেফার্ড করা লাগতে পারে।এ ব্যাপারে অনিকের বাবা আব্দুর রউফ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।