কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি
কালিয়াকৈর প্রেস ক্লাবের সৌজন্যে কালিয়াকৈরের প্রানকেন্দ্রে অবস্থিত বাসস্ট্যান্ড,বাজার রোড,ফুলবাড়িয়া রোড, কলেজ রোড ও সাহেব বাজার বাইপাসের বিভিন্ন পয়েন্টে ৭ এপ্রিল ২০২১ বুধবার পথচারী, রিক্সাওয়ালা, অটোচালক, ভ্যান চালক, মোটর শ্রমিক, মোটর সাইকেল আরোহী,পথ শিশুসহ বিভিন্ন পেশাজীবি মানুষদের মাঝে মাস্ক বিতরন করেন ও গন সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী সদস্য সরকার আব্দুল আলীম সহ সাংবাদিক মাইনুল সিকদার, সেলিম হোসাইন সানী,আফসার খান বিপুল,মহসিন উজ্জামান দুর্জয়, শাহালম সিকদার,শাহালম সরকার, পলাশ পাল, নজরুল ইসলাম,ফজলুল হক,ইন্দ্রনীল সাহা প্রমুখ।কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা বলেন করোনা ভাইরাসের মহামারিকালে আমাদের এমন কার্যক্রম চলতেই থাকবে।