লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের হলরুমে গতকাল শনিবার ইউনিয়ন পর্যায় সাইবার নিরাপত্তা সচেতনতা শীর্ষক সেমিনার ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ আবু জাফর জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুজ্জান আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান ছনি,কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন ও মদাতী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের। আলোচ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহম্মেদ। অনুষ্টানে ১ শত জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করে এই সমাপনী অনুষ্ঠান করা হয়। আলোচ্য অনুষ্টানে তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিভাগের অর্এথায়নে এবং বাস্তবায়ন করেন প্রফিট ফাউন্ডেশন।