কালুখালী, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষে ৪ জন জখম হয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহতরা হলো আব্দুল মালেক শেখ ( ৪০),পারভীন বেগম (৩০), ছেলে মাহফুজ শেখ (১৪), শাহাজাহান (৬০)।
আহত আব্দুল মালেক শেখ জানান বাড়ীর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনোয়ার শেখ, শাহাজাহান শেখ,রইচ, তোতা, মতিয়ার,খাইরুল, সোহান সহ ৮-১০ জন দলবদ্ধ হয়ে বাঁশ, রড, দিয়ে তাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় ৪ জন মারাত্বক জখম হয়। আহতদের উদ্ধার করে কালুখালী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত আব্দুল মালেক শেখের শালক কলিম উদ্দিন বাদী হয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেছে।