আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে নারী ও শিশু স্বাস্থ্যর পুষ্টি সেবার নামে চাকুরী দেওয়ার কথা বলে গ্রাম গঞ্জের সাধারণ মানুষের কাছ থেকে একটি প্রতারকচক্র প্রতারণা চালিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে কেন্দ্রীয় ভিত্তিক নারী ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা নামের কোনো প্রকল্প নেই। তাই এ বিষয়ে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন কিশোরগঞ্জের স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, গত কয়েক দিন যাবত কেন্দ্রীয় ভিত্তিক নারী ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা নামের প্রকল্পের পরিচালক (সিসিএসডিপি) ডাঃ মাহমুদুল হাসান ও লাইন ডাইরেক্টর (সিসিএসডিপি) ডাঃ মোঃ মঈনুদ্দীন আহমেদ নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সভাপতি ও ইফার শিক্ষকদের কাছে কল করে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকুরীর দরখাস্ত আহবান করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করে স্মারক নং-ম/ও/শি/স্বা/কে ২০২৩ অনুযায়ী দরিদ্র বিমোচন পুনর্বাসন ও নারী অধিকার নিয়ে সারা দেশে কাজ শুরু করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। উক্ত প্রতিষ্ঠানে উপজেলা পরিদর্শক,কর্মসুচী সংগঠক,ইউনিয়ন পরিদর্শক,কেন্দ্রীয় ম্যানেজার, মাঠ কর্মী পদে কাজ করতে আগ্রহী পুরুষ ও মহিলাদের নিকট থেকে দরখাস্ত আহবান করে। দরখাস্তে রেজিষ্ট্রেশন বাবদ প্রত্যেকের কাছ থেকে ১ হাজার করে টাকা নিয়ে ভূয়া নিয়োগপত্রও দিয়েছে। বিষয়টি অনলাইনে যাচাই করতে গিয়ে ভোক্তভোগীরা প্রতারণার বিষয়টি জানতে পারে। কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ গোয়ালাপাড়া জামে মসজিদ প্রাক প্রাথমিক কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান গাজী জানান, শুক্রবার দিন সকালে জমিনে কাজ করছিলাম এমন সময় কেন্দ্রীয় ভিত্তিক নারী ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা নামের প্রকল্পের পরিচালক নামধারী (সিসিএসডিপি) ডাঃ মাহমুদুল হাসান ০১৭০৯ ২১৪১৪৬ আমাকে কল করে বলেন, আপনাদের এলাকায় দুজন স্বাস্থ্য পরিদর্শিকা নিয়োগ দেওয়া হবে। আপনি কোথায় আছেন।
আমি প্রতি উত্তরে বল্লাম জমিনে আছি। আরে আপনাকে চাকুরী দিচ্ছি আর আপনি এখনও জমিনে। দ্রুত বাড়িতে গিয়ে দুজন মহিলা পরিদর্শকের বায়োডাটা ও ছবি দিন। সাথে এক হাজার টাকা রেজি ফি। নিবন্ধন সম্পন্ন হলে জামানত বাবদ কিছু টাকা দিতে হবে। আমি বিষয়টি ছেলেদেরকে জানালে তারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে। আবেদন করার পর কেন্দ্রীয় ভিত্তিক নারী ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা নামের কথিত লাইন ডাইরেক্টর (সিসিএসডিপি) ডাঃ মোঃ মঈনুদ্দীন আহমেদ স্বাক্ষরিত একটি নিয়োগ পত্র দেন। পরে সেটি যাচাই করে জানতে পারি তা সম্পুর্ণ ভূয়া। মহিনন্দ গোয়ালাপাড়া জামে মসজিদ প্রাক প্রাথমিক কেন্দ্র শিক্ষক মোঃ আমিনুল হক জানান, কেন্দ্রীয় ভিত্তিক নারী ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা নামের প্রকল্পের পরিচালক নামধারী (সিসিএসডিপি) ডাঃ মাহমুদুল হাসান আমাকে কল করে বলেন, আপনাদের এলাকায় শিশুদেরকে টিকা দেওয়া হবে। আপনাদের সভাপতির নাম্বারটি দিন। পরে জানতে পারি সভাপতির সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে। বিষয়টি তিনি আমাকে জানালে দুজনের কাছে দুরকম কথা বলায় বুঝতে পারি প্রতারকদের কান্ড। তাৎক্ষনিক আমি ইফার দায়িত্বশীলকে বিষয়টি অবগতি করলে নিশ্চিত বুঝতে পারি তারা একটি প্রতারকচক্র। ইফার সাধারণ কেয়ারটেকার মাও.মাহতাব উদ্দিন বলেন, মহিনন্দ ইউনিয়নের মাও. রুহুল আমিনকেও ফোন করে সভাপতির নাম্বার নেন প্রতারকচক্রটি।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও.একেএম মস্তোফা কামাল বলেন, একটি চক্র ইফার তথ্য হেক করে প্রতারণা করছে। তাই প্রতারকদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি শিক্ষকদেরকে। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, এফপিসিএস-কিউআইটি ডাঃ হোসনা বেগম বলেন, আমাদের অফিসে ডাঃ মাহমুদুল হাসান ও ডাঃ মোঃ মঈনুদ্দীন আহমেদ নামের ডাক্তার ও কোনো পুষ্টি প্রকল্প নেই। হয়তো সিভিল সার্জন অফিস বা এনজিওদের পুষ্টি প্রকল্পের কার্যক্রম থাকতে পারে। এ বিষয়ে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই নামে আমাদের কোনো প্রকল্পই নেই, এটা সম্পুর্ণ ভূয়া। কেন্দ্রীয় ভিত্তিক নারী ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা নামের প্রকল্পের পরিচালক নামধারী (সিসিএসডিপি) ডাঃ মাহমুদুল হাসান ও লাইন ডাইরেক্টর (সিসিএসডিপি) ডাঃ মোঃ মঈনুদ্দীন আহমেদ এর ০১৭০৯ ২১৪১৪৬ এই নাম্বারে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।