কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামের হারুন উর রশীদ (৪৫) তার ছেলে বাবুল মিয়া (২০) ও বুরহান উদ্দিনের ছেলে সাদ (১১) । কর্ষাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাবুল মিয়া বাড়ির পাশে বিদ্যুতের লাইনের বাঁশের খুটিতে সাইকেল রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার বাবা হারুন উর রশীদ ছেলেকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে হারুন উর রশীদের ভাই বুরহান উদ্দিনের ছেলে সাদ উদ্দিন এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এলাকার লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে বলেও জানান চেয়ারম্যান।