মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কিস্তির টাকা দিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ মাল (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার কাঠাদিয়া ঈদগাঁর সামনে পৌঁছালে একটি পিক্যাপ ভ্যান তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত নূর মোহাম্মদ মাল টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের মাল বাড়ির ফালানি মালের ছেলে। নিহতের মেয়ে শিউলি বেগম জানান, সকাল দিকে দিঘিরপাড়ে কিস্তি দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আমার বাবা। কাঠাদিয়া ঈদগাঁর সামনে রাস্তা পার হতে গিয়ে দিঘিরপাড় থেকে আসা পিক্যাপ ধাক্কা দিলে বাবা নূর মোহাম্মদ মাটিতে পড়ে যায়। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শৈবাল বসাক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি হারুন অর রশিদ জানান, স্বজনরা কোন অভিযোগ না করায় লাশ সুরতহাল করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।