কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা দেবিদ্ধার নিউমার্কেটের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুমিল্লা দেবিদ্ধার নিউমার্কেটের রাস্তার দূই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে দেবিদ্ধার ভ‚মি সহকারী মোসাম্মৎ নাসরিন সূলতানা মঙ্গলবার বিকেল ৩টায় (২০শে সেপ্টেম্বর ) নিউমার্কেট চত্বর থেকে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ১২৫টির মত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। দেবিদ্ধার ভ‚মি সহকারী মোসাম্মৎ নাসরিন সূলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। ভ‚মি সহকারী মোসাম্মৎ নাসরিন সূলতানা জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বিকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দেবিদ্ধার ভ‚মি সহকারী মোসাম্মৎ নাসরিন সূলতাতানা জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়। উচ্ছেদ অভিযানে দেবিদ্ধার ভ‚মি সহকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ নাসরিন সূলতান উপস্থিত ছিলেন।