দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি
শোকাবহ আগষ্ট উপলক্ষে শোক র্যালি করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের নেত্রিত্বে এই র্যালি পরিচালিত হয়। মিছিলটি মাধাইয়া হাইওয়ে রাস্তায় শুরু হয় বিকাল ৪ টা থেকে ৫টা পর্যন্ত চলে নাওতলা সরকারি স্কুল মাঠে গিয়ে শেষ হায়। কর্মিদের উদ্দেশ্য করে সভাপতি বলে বাংলাদেশের মাটি শেখ হাসিনার ঘাটি, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূল নিতি, এই নিতি মেনেই ছাত্রলীগ মাঠে আছে থাকবে। জামাত বিএনপির প্রেতাত্মারা হুশিয়ার, সাবধান ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবেননা। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহ দেবিদ্বার, চান্দিনার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে ভুমিকা রাখেন অনুপম দেবনাথ যুগ্ন সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা, সারোয়ার হোসেন রাকিব যুগ্ন সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা, রায়হান ইসলাম শান্ত যুগ্ন সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা, সাইফ জালাল অনি সহ-সভাপতি, রাজু ফকির সহ-সভাপতি, রায়হান মিয়াজি সাংগঠনিক সম্পাদক, আলিফ সাংগঠনিক সম্পাদক, শাহাবুদ্দিন সরকার সাংগঠনিক সম্পাদক, মতিউর রহমান সাংগঠনিক সম্পাদক, জহির উদ্দিন সহ-সভাপতি, রবিউল ইসলাম শিশির সহ-সভাপতি, সফিক তুহিন সদস্য বাংলাদেশ ছাত্রলীগ বক্তব্য শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক র্যালি সমাপ্তি ঘোষণা করেন।