তরিকুল ইসলাম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মিদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি এম এ গনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এম এ গনি দক্ষিণ সিটি কর্পোরেশনে দৈনিক মজুরি ভিত্তিক ট্রাক কুলি পদে নিয়োগ প্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী। অনিয়ম দুর্নীতি করে গড়েছে সম্পদের পাহাড়। জীবন যাপনে আয়েশী ভাব। যাত্রাবাড়ীর ধলপুরের ৬০/১৯/৪/বি হোল্ডিংস্থ দ্বিতল বাড়ির মালিক তিনি। এছাড়া রয়েছে নামে বেনামে বিপুল সম্পত্তি। সুত্র জানায়, যাত্রাবাড়ি থানাধীন ধলপুর ১৪ নং আউটফল কলোনির ৩ টি বাড়ি দখল করে ৩০ টি রুম বানিয়ে ভাড়া দিয়েছে সে। যা থেকে প্রতি মাসে তার ভাড়া আসে লাখ টাকার মতো। মসজিদের নাম করে ওয়াশার পাম্প থেকে অবৈধ পানির লাইন টেনে বিভিন্ন বাসা বাড়িতে ২০ হাজার টাকা বিক্রি করে বলে জানা যায়। এছাড়াও আউটফল এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মিত ১০ তলা ভবনে কোয়ার্টার পাইয়ে দিতে ৫ লাখ করে টাকা নিয়েছে বলে জানা যায়। আরও জানা যায় কথিত সমিতির নামে সুদের ব্যবসা রয়েছে। গনি নিজের অনিয়ম দুর্নীতি বৈধ করার উদ্দেশ্যে ক্ষমতাসীন দলের নেতা ও সিটি কর্পোরেশন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে পরিচ্ছন্ন কর্মীদের আতঙ্ক ও ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। পরিচ্ছন্ন কর্মীরা ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না। নাম না প্রকাশের নিশ্চয়তা দিলে কয়েকজন পরিচ্ছন্ন কর্মী আমাদের কন্ঠ কে বলেন, একজন পরিচ্ছন্ন কর্মীর ঢাকা বাড়ি গাড়ি করার কনো সুযোগ নেই যদি তার অবৈধ পথে ইনকাম না থাকে। আরেকজন বলেন, দক্ষিণে আমরা ৫ হাজার ৩ শত শ্রমিক আছি। প্রতি মাসে আমাদের কাছ থেকে ২ শত করে চাদা নেওয়া হয় যার সঠিক হিসাব আমাদের দেওয়া হয় না। তাছাড়া চাকরি দিয়ে ডিউটি বন্টন করে টাকা নিয়ে থাকেন। একজন প্রবীণ পরিচ্ছন্ন কর্মীর কাছে গনির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ৯০ দশকে পেটের দায়ে বরিশাল থেকে ঢাকা এসে ১৪ নং আউটফল কলোনিতে আশ্রয় নেয় গনি। কিছুদিনের মধ্যে এলাকার চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে সখ্যতা গড়ে তাদের একজন হয়ে যায়। পরে এক নেতাকে ধরে সিটি কর্পোরেশনে দৈনিক মজুরি ভিত্তিক ট্রাক কুলি পদে চাকরি নেয়। আজ সে কোটিপতি। বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে চাইলে এম এ গনি বলেন। আমি ৮০ সালে ঢাকা এসেছি, আমার ব্যবসা বানিজ্য ছিল, জগন্নাথ কলেজে পড়ালেখা করেছি। দুই বছর হলো সিটি কর্পোরেশনে ঢুকছি। একটা শ্রেনী হিংসাপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার, জানুয়ারি ২৭
সংবাদ শিরোনাম
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার
- হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত
- আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা
- মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ফেব্রুয়ারিতে
- পাইকগাছায় পরিবেশ বিপর্যয়কারী টালির পাঁজা উচ্ছেদ
- শিলিগুড়িতে খেলতে গিয়ে লাশ হওয়া ডাবলুর মরদেহ হস্তান্তর