কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরের জিকে ক্যানেলের শাখা ক্যানেলের পাড় থেকে আবু তৈয়ব (৫৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তিনি পেশায় একজন ফুল ব্যবসায়ী ছিলেন। গতকাল সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টার দিকে কুচ্ছিার মিরপুর থানা পুলিশ উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলতলার জিকে ক্যানেলের শাখা ক্যানেলের ধার থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আবু তৈয়বের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী এলাকায় ফুলের নার্সারীতে কাজ করার পাশাপাশি ফুলের ব্যবসা করতেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, আবু তৈয়ব নামের নিহত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুলের ব্যবসার সাথে জড়িত ছিলেন। মিরপুর জিয়া রোডের কাছে কয়েকটি নার্সারি রয়েছে। সেখানে হয়তো তার নিয়মিত যাতায়াত থাকতে পারে। সকালে মাঠের কৃষকরা ক্যানেলের পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভোরে বা রাতের কোন এক সময় তার মাথায় কিছু দিয়ে আঘাত এবং গলা কেটে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর কারণটি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুচ্ছিা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কারা কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।