নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সদর থানার বটতৈল খাজানগর প্রগতি রাইছ মিলের কাছে কুষ্টিয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য ড্রাইভার রুবেল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাক ড্রাইভার রুবেল হোসেনের স্ত্রীর সাথে কুষ্টিয়া বটতৈল আমজাদ হোসেনের সাথে পরকিয়া চলতে ছিলো। গত রবিবার সকালে রুবেল হোসেন ডিউটি শেষে বাইরে থেকে বাসায় আসলে আমজাত হোসের সাথে রুবেলের স্ত্রীর পরকিয়্ াহাতেনাতে ধরা পরে। এ নিয়ে আমজাত হোসেনের সাথে ড্রাইবার রুবেলের বাকবিতন্ডা হয়। এক পর্যায় আমজাত হোসেন ও তার নিজের লোক রিয়াজ ও তার স্ত্রী এবং জমিরুল হোসেন জাম্বু ও স্ত্রীকে সাথে নিয়ে রুবেল হোসেনকে পিটিয়ে হত্যা করে। পরে তাকে গলায় রশি বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালায়। স্থানীয় ভাবে জানা গেছে, আনুমানিক দুপুর ২টার দিকে পুলিশ খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাইব্রিড নেতা ও এলাকার সন্ত্রাসী হিসাবে পরিচিতি ওমর ফারুকের ভাই আমজাত হোসেন হওয়া তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। আমজাত হোসেন সন্ত্রাসী ফারুক হোসেনের ভাই হওয়ার কারনে এলাকা তিনি রাম-রাজত্ব কায়েম করছে। ত্রা বিরুদ্ধে কেউ টা-শব্দ করতে সাহস পাচ্ছে না। এ বিষয় কুষ্টিয়া সদর থানা ওসি বলেন, আমাদের কাছে বিষয়টি আত্মহত্যা বলে মনে হয়েছে তবে সুরহাতাল রিপোর্ট না আসলে কিছুই বলা যাবে না।