কুড়িগ্রাম প্রতিনিধি
শেখ হাসিনার অবদান কমিউিনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। এই প্রতপিাদ্য বিষয়টি একেবারে উপেক্ষিত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে। বন্যায় ডুবে যাওয়া কমিউনিটি সেন্টারটি র্দীঘ ৫ বছরেও মেরামত হয়নি। হাজারো মানুষের একমাত্র স্বাস্থ্যসেবার এই কেন্দ্রটি বন্ধ থাকায় স্বাস্থ্যসবো থেকে বঞ্চিত হচ্ছে ছিনাই ইউনিয়নের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে লখিতি অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না।
জানা গেছে, সম্প্রতি ২০১৭ সালের ভয়াবহ বন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়ার চর গ্রামের এই কমিউনিটি ক্লিনিকটি প্রবল ¯্রােতে দেবে যায়। পরর্বতীতে বিধ্বস্ত এই জনপদের অন্যান্য প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হলেও উপেক্ষিত থেকে যায় এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠানটি মাসের পর মাস বছরের পর বছর পরিত্যাক্ত হয়ে পড়ে আছে। স্বাস্থ্য কেন্দ্রটি ধরলা নদীর কোল ঘেঁেষ পিছিয়ে পড়া এই গ্রামের মানুষজনের নির্ভরতার জায়গা হলেও কর্ণপাত করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-এমন অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, শহরে যেয়ে উন্নত চিকিৎসা করার সার্মথ্য আমাদের নাই। এছাড়া ১৫ কি.মি পথ অতিক্রম করে তাৎক্ষনিক চিকিৎসা করা আমাদের কাছে কষ্টসাধ্য। যে কারণে স্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হয়েছিল কি কারণে সেখানে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ-এমন প্রশ্ন তাদের।
এ ব্যাপারে ছিনাই ইউপি চেয়ারম্যান বুলু মিয়া জানান, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে একাধিকবার অবগত করলেও কোন কাজ হয়নি। এছাড়া কমিউনিটি ক্লিনিকটি পুনঃরায় নির্মাণ করার বরাদ্দ আমাদের নেই।
কুড়িগ্রাম সিভিল সার্জন জানান, যেহেতু ভবনটি দেবে গেছে তা সংস্কার করার সুযোগ নেই। আমরা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। করোনাকাল না হলে এতোদিন কাজ শুরু হতো।
এব্যাপারে কথা হলে কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন-চরবাসীর স্বাস্থ্যসবো নিশ্চিত করতে ভবনটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলকে সার্বিক নির্দেশনা দিয়েছে। আশা করছি দ্রুত তারা ভবন নির্মাণ কাজ শুরু করবে।