নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ
কেরাণীগঞ্জে থানা আ’লীগের কার্যালয়ে ঢুকে ব্যাপক হামলা ভাংচুর করেছে থানা বিএনপির সন্ত্রাসীরা। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ ২৬ মে শুক্রবার বিকেলে থানা আওয়ামী লীগের জিনজিরাস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ অভিযোগ করে বলেন, তাদের এ দলীয় কার্য়ালয়টি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা -১১অব্দি খোলা থাকে।
এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় কর্মকান্ড ও রাজনৈতিক আলাপচারিতায় সময় পার করেন। প্রতিদিনের ন্যায় আজও তাদের কার্যালয়ে বেশ কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে স্থানীয় বিএনপির একটি সন্ত্রাসীচক্র আওয়ামী লীগের অফিসে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে আমাদেও উপস্থিত নেতা-কর্মীদের ওপরও চড়াও হয় নিপুন রায়ের নেতৃত্বাধিন বিএনপির সন্ত্রাসীরা। এতে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার বাঙালীসহ স্থাণীয় আওয়ামী লীগের প্রায় ৩০-৩৫জন নেতাকর্মী নানা ভাবে আহত হয়।
অন্যান্য আহতরা হলেন,জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.আরিফ,থানা ছাত্রলীগ সভাপতি গাজী মাসুম বিল্লাল জুয়েল,থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.রমজান শেক,মো.মামুন শরীফ.শাহ জামাল সেন্টু,ইমরান হোসেন শাওন,আতিকুর রহমান অনিক,শাহরিয়ার ইমন জয়,মেহেদী হাসান,
রুহুল আমীন,রাজু,সিহাব,বাদশা,আসিফ,সাইদুল,আলামিন প্রমুখ। সংবাদ সম্মেলনে বিএনপি সন্ত্রাসীদের এধরনের নেক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং এর প্রতিবাদে আগামী কাল বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন,সিনিয়র সহ-সভাপতি ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন, সহ-সভাপতি ও আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী,আজাহার বাঙালী, থানা আ’লীগের যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ পিন্টু, সদস্য মোবারক হোসেন নোবেল, মো.দেলোয়ার হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন,সাধারণ সম্পাদক আজাদ উল্লাহ আজাদ, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসেরসহ অন্যান্য আরো অনেক নেতৃবৃন্দ।