নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ
কেরাণীগঞ্জে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময়সভা করেছেন মেরী স্টোপস বাংলাদেশ। আজ ৩১ডিসেম্বর শনিবার কেরাণীগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র মিডিয়া ব্যাক্তিত্ব জামিল আহমেদ,মেরী স্টোপস বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার শিমুল চক্রবর্তী,বানিজ্য ও সম্পর্ক উন্নয়ণ বিষয়ক পরিচালক ডা.ফারহানা আহমেদ, ক্লিনিক অপারেশন ম্যানেজার উজ্জল কুমার কুন্ড,ক্লিনিক ম্যানেজার মো.সবুজ মিয়া প্রমুখ। সভায় উপস্থিত বক্তাগণ জানান,মেরী স্টোপস একটি আন্তর্জাতিক মানের সেবা সংস্থা। সেবার দরজা খোলা আপনার কাছাকাছি এই শ্লেগান নিয়ে বাংলাদেশসহ বিশে^ ৩৭টি দেশে এর সেবাকর্ম পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশেও বর্তমানে এ সেবা সংস্থাটির ৪০টি ক্লিনিক রয়েছে। যারমাধ্যমে এরা সাধারনত স্বল্পমূল্যে প্রসূতি সেবা প্রদান করে আসছেন। যারা ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অন্তত আড়াই কোটি প্রসূতি নারীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।
মঙ্গলবার, জানুয়ারি ৩১
সংবাদ শিরোনাম
- কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন বিমল চন্দ্র সমাদ্দার
- ফায়ারম্যান পদে নিয়োগ বাণিজ্য টার্গেটে টাকা হাতিয়ে নিতে তৎপর চক্র
- মোংলা ইপিজেডে ভয়াবহ আগুন
- পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: নিহত বেড়ে ৯২
- তারেক-জোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশ
- দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি : প্রধানমন্ত্রী
- এরশাদের জামানত বাজেয়াপ্ত নিয়ে সংসদে হট্টগোল
- পরিবারের অকৃত্রিম ভালোবাসায় কাজী ওয়াজেদ আলী