নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ-
কেরাণীগঞ্জের বটতলী সিরাজ উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান-২০২২অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ১২ জুলাই মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন ঈদ পুণর্মিলনী আয়োজক কমিটি। এতে ১৯৬৮ সাল থেকে ২০২১ পর্যন্ত বিভিন্ন শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী মো.আমান উল্যাহ’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাড.কবির হোসেন, প্রতিষ্ঠান প্রধান আইনুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক রইস উদ্দিন মোল্লা, মো.আব্দুল মালেক, সিরাজ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বাবুল হোসেন, প্রাক্তন শিক্ষক স্বাদ-আহম্মেদ, আবু নাসের মাষ্টার, নূরুল ইসলাম স্বপন, নিরব আহম্মেদ রিপন, আব্দুল হক মেম্বার প্রমুখ। #