নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ-
জাতির জনকের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসেবে আজও কেরাণীগঞ্জে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ ২৭ আগষ্ট শনিবার এক আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরনের আয়োজন করেন কেরাণীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগ। মডেল থানাধিন কলাতিয়া মানিক চৌধুরী মাঠে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সভাপতি রেশমা জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ সোহরাব হোসেন,
তারানগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ফারুক, শাক্তা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন লিটন,ঢাকাজেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল বারেক, মডেল থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে ২শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল,ডাল ও আলু বিতরণ করা হয়।#