নিজস্ব প্রতিবেদক,কেরানীগঞ্জ-
কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪দিন ব্যাপি ডি-নথি কর্মশালার সমাপ্ত হয়েছে। জাইকার উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৭টি সরকারি দপ্তরের ৪০জন কর্মকর্ত-কর্মচারী অংশ নেয়। আজ ৪ আগষ্ট বৃহস্পতিবার এসকল প্রশিক্ষনার্থী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মানী ভাতা ও সনদ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মোসাঃ শাহীনা বেগমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার(ভূমি) আমেনা মারজান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফকরুল আশরাফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ,উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাকন রানী , উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আম্বিয়া খাতুন ও কেরানীগঞ্জ উপজেলা সহকারি প্রোগ্রামার কামরুন নাহার প্রমুখ। #