আমাদের কণ্ঠ প্রতিবেদক:
নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জের এক ইউপি সদস্য। ওই ইউপি সদস্যের নাম মোসা: সাথী আলী। সে শুভাঢ্যা ইউপি’র ২নং সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্য।এলাকার কতিপয় কুচক্রি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য মোসা: সাথী আলী।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তবে তিনি বলেন, আমার প্রয়াত স্বামী মো. কোরবান আলী ছিলেন শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি সমর্থীত একজন সফল ইউপি সদস্য। এ ওয়ার্ডে ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় সে সময়ে আত:তাইয়ের হাতে তাকে অকাল মৃত্যু বরন করতে হয়েছে। জীবদ্দশায় তার জনপ্রিয়তার কারনেই তার মৃত্যুর পর এলাকাবাসীর বিশেষ অনুরোধে আমি এ ওয়ার্ডের সাধারন আসনে প্রতিদ্বন্দিতা করি। যে কারনে একজন নারী হয়েও বিপুল ভোটের ব্যবধানে একজন সাধারণ ওয়ার্ড মেম্বার হিসেবে এ ওয়ার্ড থেকে আমি মেম্বার নির্বাচিত হই। এরপর এলাকায় চোখে পরার মত ব্যাপক উন্নয়ন এবং আমার যোগ্যতা-দক্ষতা ও এলাকাবাসীর অকৃতিম ভালোবাসায় এ ওয়ার্ড থেকে আমি বার বার নির্বাচিত হয়ে এলাকার প্রতিটি অলিতে-গলিতে উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের আস্থা ও সুনাম কুড়াতে স্বক্ষম হয়েছি। আমার এলাকার এসব উন্নয়ন কর্মকান্ড দেখে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার রীনাত ফৌজিয়া আতি সম্প্রতি আমাকে শুভাঢ্যা ইউনিয়নের গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন। তবে একটি মহল এতে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানান অপ-প্রচার চালালে, উপজেলা নির্বাহী অফিসার উক্ত পদ থেকে আমাকে আবার অব্যাহতি প্রদান করেন। তিনি বলেন,আমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কারিদের অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, ৫ ই আগস্ট এর পর পরিবর্তনের পরে সরকার জাতীয় সংসদ বিলুপ্ত করলেও স্থানীয় সরকার বিলুপ্ত করেনি। সেই হিসেবে আমি এখনো ২ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে বহাল আছি। আমি এখনো জনগণের সেবা করতে চাই, তবে মব জাস্টিসের ভয়ে ইউনিয়ন পরিষদে যেতে পারছি না।
তবে আমি আশা করব, অপ-প্রচারকারীদের শুভ বুদ্ধির উদয় হবে, আমার বিরুদ্ধে এই হেয় কার্যক্রম বন্ধ করবে। তবেই আমি পুনরায় ইউনিয়ন পরিষদে ফিরে জনসেবা করার সুযোগ পাবো।