নিজস্ব প্রতিবেদক,কেরানীগঞ্জ–
জাল প্যাডে নকল সিল দিয়ে বানাতেন জন্ম সনদ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার,স্কুল শিক্ষক,কলেজের প্রভাষক,চিকিৎসক এমনকি মসজিদ কমিটির সভাপতির সিল জালিয়াতি করে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসা চক্রের এক সদস্য আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর রবিবার আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খূশির নেতৃত্বে তাকে আটক করেন স্থানীয়রা।
আটককৃত প্রতারকের নাম শাহিন আলম (২৯)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার আব্দুস সালাম মিয়ার পুত্র। প্রতারক শাহীন ২০১৫ সাল থেকে আগানগর ইউনিয়ন পরিষদের পাশে আপডেট অনলাইন সার্ভিস সেন্টার নামে একটি দোকান পরিচালনার আড়ালে এসব জাল-জালিয়াতি করে করছিল।
আটকের পর তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী জানান, আমাদের ইউনিয়ন পরিষদের প্যাড, সিল ও আমার স্বাক্ষর জাল করে জন্ম সনদ দেয়ার অভিযোগে আমাদেও পরিষদের
মেম্বারের সহযোগিতায় শাহিন আলম নামের জাল-জালিয়াতি চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় তার কাছে বিভিন্ন দপ্তরের অন্ত:ত ১৮টি সিল ও প্যাড জব্দ করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আগানগর ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতের ঘটনা জানানোর পরে পুলিশ গিয়ে একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।