মো.বশির আহমেদ
ঢাকার কেরানীগঞ্জের আরশীনগরে নির্মানাধীন ভবনের ছাদে রডের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে রাজিব (২২) নামে একজন নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। তার সাথে আরও তিন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। অপর দু জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনার সময় ঐ সাইটে কাজ করা নিহতের বোনের ছেলে হৃদয় জানান, প্রতিদিনেরমত তারা চারতলার ছাদে রড তোলার কাজ করতে ছিলেন। এসময় নিহত রাজিবসহ অপর চার জন ছাদে রড টেনে তোলার কাজে ছিলেন। হঠাৎ কিছু রড অর্ধেক তোলার পরে পাশেই থাকা বিদ্যুৎতের তারের সাথে লেগে যায়।
মূহুর্তের মধ্যে কিছু বুঝে উঠার আগেই সবাই ছিটকে পরে। আমরা উপরে গিয়ে দেখি রাজিবের অবস্থা আশংকাজনক। তাকেসহ অন্যদের রিক্সায় আটিবাজার আয়েশা হাসপাতালে নেওয়ার পথেই রাজিব মারা যায়। অপর একজনকে আশংকাজনক অবস্থায় হোসেন শহিদ শহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশে পাশের লোকজন জানান,বহুতল ভবন নির্মান করা হলেও ভবনটিতে কোন রকম নিরাপত্তা বেস্টুনির ব্যবস্থা ছিল না। এমনকি ভবনটির দুÑপাশে থাকা ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইন থাকলেও তাতে প্রোটেকশন কভার লাগানো হয়নি। এ বিষয়ে ভবনের মালিক তাজউদ্দিন সরকারের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়,ভবনটি শেয়ার মালিকানার ভিক্তিতে নির্মান করা হচ্ছে। এখানে মোট ৪৫ জন মালিক আছেন। ঘটনার পর থেকে কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান,ঘটনা সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে আটি ফাড়ির ইনচার্জসহ পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। কিন্তু মৃত রাজিবের স্বজনেরা পুলিশের কাছে কোন অভিযোগ জানায়নি তারা রাজিবের লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।