চিরিরবন্দর,দিনাজপুর প্রতিনিধি:
রাস্তার পাশে ইট রাখাকে কেন্দ্র করে দিনাজপুরের খানসামা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে লোকমান হাকিম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীসহ ২জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১২ মে বৃহস্পতিবার সকালে খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- নাজিরউদ্দীনের ছেলে রাবি শিক্ষার্থী লোকমান হাকিম ও তার ভাই নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান শাহেদ।
এ ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতার জের ও রাস্তার পাশে ইট রাখাকে কেন্দ্র করে রাবি ছাত্র লোকমান হাকিম ও প্রতিবেশি আনাস আহমেদ আলমগীরের মধ্যে বাকবিতন্ডতা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লোকমান ও তার ছোটভাই শাহেদের ওপর দেশিয় অস্ত্র ও লাঠিসোডা দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
আহত লোকমান হাকিমের বড়ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সাজেদুল ইসলাম স্বাধীন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই পূর্ব শত্রæতার জের ধরে আমাদের ওপর তাঁরা প্রায়শই আক্রমন করে। এ নিয়ে আমরা জীবন সংশয়ে রয়েছি।’ তিনি হামলাকারীদের শাস্তি দাবি করেন। খানসামা থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন, দু’পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।