রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শুক্রবার (১ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ।
নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।ওসি সাব্বির আহমেদ বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে ৯৯৯ নম্বরে তাঁরা একটি কল পান। সেই কলে বলা হয়, একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ৩০০ ফিট নামার পথে পড়ে আছেন।
তার পাশে একটি স্কুটি পড়ে আছে। ওই সময়ের মধ্যেই দুর্ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ওই শিক্ষার্থীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে ওই মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
কীভাবে দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেননি। তবে সিসিটিভির ফুটেজে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে। ওই কাভার্ড ভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।খিলক্ষেত থানার ওসি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে কাভার্ড ভ্যানটি শনাক্ত করা গেছে। নম্বর পাওয়া গেছে। এখন এ নম্বর ধরে কাভার্ড ভ্যানটিকে ধরার চেষ্টা চলছে।