শরীয়তপুর প্রতিনিধি
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। খুনিরা এটা বুঝতে পারেনাই। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসনএর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং নড়িয়া পৌরসভায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) প্রদান শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যার মাস্টারমাইন্ড ছিলেন। দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। জিয়াউর রহমান কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশকে আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বাঁধাগ্রস্ত করে, তিনি প্রমান করেছেন তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষাকারী ও এই হত্যার ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক। বঙ্গবন্ধুর খুনিদের রাষ্টদূত সহ উচ্চ পদে অধিষ্ঠিত করে প্রমান করেছে বঙ্গবন্ধুর হত্যার মূল নায়ক জিয়াউর রহমান।
সেই পথ ধরে তার স্ত্রী খালেদা জিয়াও বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের নানানভাবে পুরস্কৃত করেছেন। তাদের এমপি মন্ত্রীও করেছেন। এনামুল হক শামীম আরও বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সবসময় মানুষের কল্যানে ও দেশের উন্নয়নে রাজনীতি করে।
বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই যেমন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন থাকবে, তাই কবির বাষায় বলতে চাই “যতদিন রবে পদ্মা মেঘনা গৌড়ী যমুনা বহমান, ততদিনে কির্তী তোমার শেখ মুজিবুর রহমান”। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ আজ এতো উন্নত ও সমৃদ্ধ।
বিশ্বসভায় বাংলাদেশ উচ্চ আসনে অধিষ্ঠিত। তাই বিশ্ব নেতৃবৃন্দও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা, যোগ্যতা ও দক্ষতা এবং সততার প্রশংসায় পঞ্চমূখ। নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ।