মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়া গ্রামে জুবায়ের মাহমুদ (১৭), মো: শাহাদাত হোসেন (২০) ও শাওন (১৯) নামে তিন কলেজ শিক্ষার্থী কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার সন্ধ্যা অনুমানিক পৌনে ৭টার দিকে বাউশিয়া ইউনিয়নে পোড়াচক বাউশিয়া গ্রাম সংলগ্ন বালুর মাঠের এঘটনা ঘটে। এ ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী জুবায়ের মাহমুদ এর বাবা শরীফ মাহমুদ ঘটনার বিষয়ে বুধবার ( ১৬জুন) সকাল ১০টার দিকে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গজারিয়া থানা পুলিশ পোড়াচক বাউশিয়া গ্রামের মোজাফ্ফর সরকারের ছেলে শামীম সরকার (২০) নামে একজনকে আটক করে। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন জানান, এঘটনায় শামীম সরকার নামে একজনকে আটক করা হয়েছে। বাকী আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।