অনলাইন ডেস্ক: গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা ৩৭ রাষ্ট্রপ্রধানের একটি তালিকা প্রকাশ করেছে গ্লোবাল মিডিয়া পর্যবেক্ষক সংস্থা রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ারস। আর এই তালিকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই রাষ্ট্রপ্রধানদের ‘গণমাধ্যমের স্বাধীনতার শিকারী’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, কিম জং উন ছাড়াও তালিকায় নাম রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, হাঙ্গেরিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
উল্লেখ্য, ‘রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ারস’র প্রকাশিত গণমাধ্যমের স্বাধীনতার শিকারীর তালিকায় নরেন্দ্র মোদির নাম রয়েছে ২০১৪ সাল থেকেই। বৈশ্বিক এই পর্যবেক্ষক সংস্থাটি বলছে, ‘২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যটিকে খবর এবং তথ্য নিয়ন্ত্রণ করার গবেষণাগার হিসেবে ব্যবহার করেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তা পুরো দেশে প্রয়োগ করেন তিনি। আরও বলা হয়, ‘মোদির সবচেয়ে বড় অস্ত্র হল গণমাধ্যমে নিজের এমন ভাষণ দিয়ে ভরিয়ে দেওয়া যাতে জাতীয়তাবাদী মনোভাব ছড়িয়ে যায়। খবর ছড়িয়ে দিয়ে বড় বড় শিল্পপতিদের সঙ্গে তিনি বন্ধুত্ব করেন, যাদের হাতে সংবামাধ্যম রয়েছে।’
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ একটি রিপোর্ট প্রকাশ করে জানায়, সাংবাদিকদের পক্ষে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় রয়েছে ভারত।
সূত্র: হিন্দুস্তান টাইমস, স্ক্রল.ইন