মোঃরমিজ উদ্দিন, গফরগাঁও : মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)। ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় গফরগাঁওয়ে সূর্য্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ৯.০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং সর্বশেষ গফরগাঁও উপজেলা চেয়ারম্যান ও গফরগাঁও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন বাদল এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের সহযোগীতায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিকাল ৪.০০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে দিন টিকে নতুন ভাবে স্বরণ ও উদযাপন করেন গফরগাঁও আওয়ামী লীগ। আওয়ামী সেচ্ছাসেবী লীগের উপজেলা আহবায়ক আওরঙ্গ হেলালের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য দুলাল উদ্দিন আকন্দ, গফরগাঁও পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক এম.সালাউদ্দিন পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, বারবারীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবল কাশেম, সালটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমূল হক ঢালী, গফরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম খোকন, লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন বিপ্লব, চরআলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুদুর রহমান মাসুদ, যশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দগন।
বৃহস্পতিবার, জুন ১
সংবাদ শিরোনাম
- জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
- লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
- দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
- কমলগঞ্জে অভিনব কায়দায় সিএনজি চুরি : কৌশলে নগদে টাকা আদায়
- রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা
- এনবিআরের দাবি করা কর দিতে হবে ড. ইউনূসকে
- কাউকে জেতানো বা পরাজিত করা ইসির দায়িত্ব নয়
- ভালুকায় অসংক্রামন রোগের কারণ ও প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত