মোঃরমিজ উদ্দিন ঃ গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ধামাইল রেলপাড় গ্রাম থেকে এক রাতে দুই কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে চোরেরা গোয়ালঘরের তালা কেটে এ ঘটনা ঘটায়। চুরি যাওয়া পাঁচটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালীর চাচা ধামাইল রেলপাড় ঢালী বাড়ির কৃষক কায়কোবাদ ঢালী (৪৫) বুধবার রাতে বাছুরসহ একটি গাভী ও একটি বড় বকনা গরু এবং কামাল ঢালী(৬০) বাছুর সহ অন্তঃস্বত্বা একটি গাভী গরু ঘোয়াল ঘরে রেখে দরজায় তালা দিয়ে ঘুমাতে যান। বৃহস্পতিবার ভোরে ঘোয়াল ঘরের দরজা খোলা দেখে চুরির ঘটনা বুঝতে পারেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুব দুঃখ জনক ঘটনা। গরু হলো কৃষকের অর্থনৈতিক সম্বল। দুইজন কৃষকের পাঁচটি গরু চুরি হলে আর থাকে কি? গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোরদের ধরার চেষ্টা করা হবে।
Add A Comment