গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দেড় শতাধিক ঘরবন্দি অসহায় হত দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সলিমউল্লাহ মোস্তফা, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.তাজুল ইসলাম বলেন, কঠোর লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। তাদের আয়-রোজগার কমে গেছে। এই অসহায় মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Add A Comment