গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও পৌরসভা চত্বরে গফরগাঁও মেডিকেল স্টূডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে এবং অক্সিজেন এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপি এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌরসভায় মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সাদমান ইসলাম তন্ময়, সাধারণ সম্পাদক ফারজানা সান্তা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সামাজিক সংগঠন অক্সিজেনের সভাপতি মোজাহিদ অনিক, অর্থ সম্পাদক সাব্বির সম্রাট, কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুহাস সাদিম, আবির হাসান, দিপ্তি রায়, ইসরাত আরা, শারমিলা আক্তার, ফুআরা হক, মাইশা ফাইরুজ, আদর ও সাবিনা হক লিবিয়া প্রমূখ।