মোঃরমিজ উদ্দিন, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে রুবেল (৪০)নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গফরগাঁও উপজেলা উস্হি ইউনিয়ন কান্দিপাড়া বাজার এলাকায়। আহত রুবেল এর বাড়ী লংগাইর ইউমিয়নের বাঙাল কান্দি গ্রামের সিরাজুল হক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় রুবেল কান্দিপাড়া বাজার থেকে সাড়ে দশটার দিকে বাড়িতে ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী আকবর আলী ও তার ছেলে শেখ ফরিদ (৪০) মাহিন (৩০) জজ মিয়া (২৮) বাবু(২৫) জুনায়েত (১৮) মেজবাহ উদ্দিনের ছেলে স্বপন (৪২) আক্তার (৫৪) খোকন (৫২) আব্দুর রহিমের ছেলে হায়দর (৩৯) পথ রোধ করে ধারালো অস্ত্র ( চাপাতি,চাইনিজ কুড়াল) দিয়ে এলোপাথাড়ি কুপাতে থাকে এতে মাথায় দুই হাত দুই পায়ে মারাত্তক জখম হয়।
মৃত মনে করে ফেলে চলে যায়। স্হানীয়রা গুরুতর আহত রুবেলকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পরিস্থিতি অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা আহত রুবেলের বাবা সিরাজুল হক মন্ডল বলেন আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য এই হামলা চালায় আমি এর বিচার চাই। মামলার প্রস্তুতি চলছে।
লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিল্পব বলেন কয়েকজনসন্ত্রাসীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির হোক। পাগলা থানা অফিসার ইনর্চাজ মোঃ রাশেদুজ্জামান বলেন খবর পেয়ে ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যাবস্হা নেওয়া হবে।